গান্ধীনগর, ৭ জানুয়ারি (হি.স.) : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন করেছেন। রবিবার ৭ জানুয়ারি আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবেরই এদিন উদ্বোধন করেন ভূপেন্দ্র প্যাটেল।
আহমেদাবাদের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেলকে ঘুড়ি উড়াতে দেখা গেছে। রবিবার থেকে গুজরাটে শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। আগামী প্রায় এক সপ্তাহ ধরে এই উৎসব চলবে। আনন্দ উপভোগ করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদে পৌঁছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিয়ে ঘুড়ি উড়িয়েছেন। যার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘুড়ি উৎসবে ১২টি রাজ্যের ৬৮ জন এবং গুজরাটের ৮৬৫ জন অংশগ্রহণ করছেন। এই ঘুড়ি উৎসবে অংশ নিতে ফ্রান্স, তুরস্ক, ইউক্রেন, স্পেন, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ অনেক দেশের ঘুড়ি ওড়ানো হবে ।