কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস ইসাককে নোটিশ জারি ইডির

কোচি, ৭ জানুয়ারি (হি.স.) : কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস ইসাককে রবিবার নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তাঁকে আগামী ১২ জানুয়ারি কোচিতে ইডির আধিকারিকদের সামনে উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়েছে৷ কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের (কেআইআইএফবি) মশলা বন্ড মামলার স্বার্থে তদন্তের খাতিরে এই নোটিশ পাঠানো হয়েছে৷ ইডি সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে৷

গত মাসের ২৪ নভেম্বর কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইডিকে নতুন সমন জারি করার অনুমতি দিয়ে একক বেঞ্চের সিদ্ধান্ত স্থগিত করার পরে ইডি সমন প্রত্যাহার করে। ইডি আইনি পরামর্শ নেওয়ার পরে ইসাককে আবার নতুন করে সমন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সমনটিতে বলা হয়েছে যে তাঁকে কেআইআইএফবি-র মসলা বন্ড সম্পর্কিত তথ্য জানতে ডাকা হচ্ছে।