আগরতলা পাবলিক স্কুলের ১২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭জানুয়ারী : আগরতলা পাবলিক স্কুলের ১২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে আজ। সেই উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা জ্ঞাপন অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা খাদি ও গ্রামীণ শিল্প বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যে নৈতিক শিক্ষা দিচ্ছে তাতে আমি অভিভূত। স্কুল, এর ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এখনও প্রথাগত সংস্কৃতির চর্চা করছে যার ফলে সমাজ উন্নত পর্যায়ে এগিয়ে যাচ্ছে। এটা সত্যিই একটি ভালো লক্ষণ। .

এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিনের প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়েছে।