পুরুলিয়া, ৬ জানুয়ারি (হি.স.) : “দেশদ্রোহী শাহজাহানদের নিকেশ করার জন্য বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে দরকার।’’ ‘চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে’ ঝালদায় শনিবার বিজেপির প্রতিবাদ সভায় এভাবে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।
দোরগড়ায় লোকসভা ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে কেন্দ্রের মোদী সরকার এবং বিরোধী জোট ইন্ডিয়া। তার উপর চলতি মাসেই রাম মন্দিরের উদ্বোধন। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের বছরে শাসক-বিরোধী দুই তরফেই একাধিক বিষয়কে ঢাল করে এগিয়ে চলেছে। শনিবার ফের পৃথক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আসল নাটের গুরু। আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানোর মাস্টারমাইন্ড।’’
বিভিন্ন বিষয়ের মধ্যে রাজ্যে সন্দেশখালির ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য-রাজনীতি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন ঝালদায় বিজেপির প্রতিবাদ সভায় তিনি আরও বলেন ‘চোরেদের জবাব দিতে হবে। বিভাজনের রাজনীতি করে তৃণমূল। সবাইকে নিয়ে উন্নয়ন করাই বিজেপির মূল মন্ত্র।’

