নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ জানুয়ারি : আদালতে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিশালগড় আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রুপান্ত ডাঙ্গু। বর্তমানে তিনি সিপাহিজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত রয়েছেন।
জানা যায়, ২০১৭ সালে বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলার শুনানি ছিল আজ বিশালগড় আদালতে। বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি। এই মামলায় সাক্ষী দিতে যান কনস্টেবল রুপান্ত ডাঙ্গু। অভিযোগ কনস্টেবল রুপান্ত ডাঙ্গু নেশাগ্রস্থ অবস্থায় সাক্ষী দিতে গেছিলেন। তিনি আদালতের শৃঙ্খলা বজায় রাখেননি। তাই বিচারক কনস্টেবল রুপান্ত ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এইদিকে অভিযুক্ত কনস্টেবল রুপান্ত ডাঙ্গু বলেন তিনি গুটকা সেবন করেছিলেন, এছাড়া কোনো নেশা সামগ্রী তিনি সেবন করেননি। পাশাপাশি তিনি এই মামলায় পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপিও দেখতে চেয়েছিলেন। যা নিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতাল নিয়ে আসে মেডিকেল করার জন্য। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।