আগরতলা, ৬ জানুয়ারি : গবাদি পশুর সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়ন দফতর প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার চন্দ্রপুর স্থিত জেবি স্কুল মাঠে প্রাণী সম্পদ উন্নয়ন দফতর এবং অভয়নগর স্থিত ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে গবাদি পশু প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, এই প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেক গবাদি পশুর যত্ন করা, সময়মতো টিকাকরণ ও কৃমির ঔষধ অব্যশই খাওয়ানো নিশ্চিত করতে হবে। এই প্রতিযোগীতা তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে গ্রুপ-এ ছিল ৬-১২মাস বয়সের বকনাবাছুর, গ্রুপ-বি ছিল ১৩-২৮ মাস বয়সের দামরী বাছুর, গ্রুপ-সি ছিল দুগ্দ্ধবতী গাভী। সেখানে প্রদর্শনী ও প্রতিযোগিতা দুটিই সম্পন্ন হয়েছে।
2024-01-06

