কোটা, ৬ জানুয়ারি (হি.স.): রাজস্থানের কোটা জংশন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার ট্রেন। শুক্রবার গভীর রাতে যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার জেরে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে কোটা জংশন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় যোধপুর-ভোপাল প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ জানতে রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

