৬৫ তম জন্মদিনে কপিলদেব-কে শুভেচ্ছা বোর্ড থেকে আরসিবি-র

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.): কপিলদেব নিখাঞ্জকে আজ দেশ শুভেচ্ছা জানাচ্ছে তাঁর ৬৫-তম জন্মদিনে। ভারতীয় বোর্ড তাকে শুভেচ্ছা জানিয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক্স হ্যান্ডলে জানিয়েছে, ”৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচ, ৯০৩১ আন্তর্জাতিক রান, ৬৮৭টি আন্তর্জাতিক উইকেট। ১৯৮৩ বিশ্বজয়ী ভারত অধিনায়ক কিংবদন্তি অলরাউন্ডার কপিলদেবকে জন্মদিনের শুভেচ্ছা।”

বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা টুইট করেছেন, ”শুভ জন্মদিন কিংবদন্তি কপিল দেব। আপনি ক্রিকেট আইকন এবং লক্ষ লক্ষ মানুষের প্রেরণা। ভারতীয় ক্রিকেটের প্রতি আপনার অবদান ইতিহাসে লেখা থাকবে। জন্মদিনে আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালোবাসা জানাই।”
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আরসিবি টুইট করেছে, ”৯০৩১ আন্তর্জাতিক রান, ৬৮৭ উইকেটের মালিক, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক আপনি। অন্যতম সেরা অলরাউন্ডার আপনি। শুভ জন্মদিনে আপনাকে শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *