নলবাড়ি (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : নলবাড়িতে এসেছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। আজ শনিবার সকাল ১১:৩০ মিনিটে নলবাড়িতে জেলাশাসকের কাৰ্যালয়ে এসে পৌঁছেন রাজ্যপাল।
জেলাশাসকের কাৰ্যালয়ে সভাগৃহে নলবাড়ি জেলায় কর্তব্যরত বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিক এবং কৰ্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। জানা গেছে, জেলাশাসক, পুলিশ সুপার সহ সরকারি আধিকারিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তাবয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন রাজ্যপাল। এছাড়া তিনি সরকার প্রচলিত নানা প্রকল্পের সুবিধাভোগীর সঙ্গেও রাজ্যপাল মতবিনিময় করেছেন।
সরকারি আধিকারিক এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করার পর নলবাড়িতে অবস্থিত জৈন মন্দিরে গিয়ে পুজোর্চনা করেছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।

