নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): বিজেপি সরকার বিরোধীদের ভয় দেখানোর জন্য প্রকাশ্যে ইডি, সিবিআই, আইটি (আয়কর দফতর) ব্যবহার করছে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেছেন, “এঁরা বিরোধীদের ধরলে তাদের উপর যে কোনও মামলা চাপিয়ে দেয়। কিন্তু সেই মানুষ বিজেপিতে যোগ দিলেই তার ভাবমূর্তি পরিষ্কার হয়ে যায়। সর্বোপরি, এই সবের বিচার কোথায়?”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা আইএনডিআই জোটের নেতাদের, বিভিন্ন রাজ্যের কংগ্রেস মিত্রদের এবং সুশীল সমাজকে ”ভারত জোড়ো ন্যায় যাত্রা”-তে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এই যাত্রায় ওই সব মানুষের সঙ্গে বৈঠক ও আলোচনা হবে।”

