জনাকয়েক সদস্যকে নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : বাম আমলের দাপটে কর্মচারী সংগঠন সমন্বয় সমিতি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। হাতে গোনা কিছু সংখ্যক কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বামপন্থী কর্মচারী সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির। জনসংখ্যা প্রত্যক্ষ করে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন অনেকেই।

কর্মচারী সংগঠনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্বের অভাব এবং একাংশের কর্মচারীর বদলি হওয়ার আশঙ্কার কারণেই সম্মেলনে উপস্থিতির হার খুবই নগণ্য বলে প্রাথমিকভাবে জানিয়েছেন নেতৃত্বরা। অনেকেই পরিস্থিতি বিবেচনা করে বামপন্থী মনোভাবাপন্ন হওয়া সত্ত্বেও কর্ম সংগঠনের এই সম্মেলনে উপস্থিত হননি বলে মনে করা হচ্ছে।

আজ একপ্রকার জনা কয়েক কর্মীদের নিয়ে ‘লুন্ঠিত অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর’ এই শ্লোগানকে সামনে রেখে ১৪ তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করেছেন সংগঠনের নেতৃত্বরা।  আগরতলা টাউন হলে আয়োজিত এই সম্মেলন চলবে দুদিন। সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত হয়েছে প্রকাশ্য সমাবেশ। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লই ফেডারেশনের সাধারণ সম্পাদক এস শ্রী কুমার। তিনি অবশ্য কর্মচারী সংগঠনকে সঠিক নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।