গ্যাংটক, ৫ জানুয়ারি (হি.স.) : আগামীকাল সিকিম সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনদিনের সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার সিকিম যাবেন। সিকিমে থাকাকালীন, কেন্দ্রীয় মন্ত্রী সীতারমন গ্যাংটকের মনন কেন্দ্রে আয়োজিত ক্রেডিট আউটরিচ অনুষ্ঠানে অংশ নেবেন। শুক্রবার অর্থ মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
তিনি সফরকালে পূর্ব সিকিমের ভারত-চিন সীমান্তে অবস্থিত কুপুপ গ্রাম পরিদর্শন করবেন। ৮ জানুয়ারি সিকিম থেকে নয়াদিল্লি ফিরবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।