শিমলা, ৫ জানুয়ারি (হি.স.): পর্যটন কেন্দ্র শিমলাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। চলতি মাসেই শিমলার জাখু মন্দিরের দু’টি চলমান সিঁড়ি প্রস্তুত হয়ে যেতে চলেছে, এর ফলে মন্দিরে আগত তীর্থযাত্রীদের সুবিধা হবে অনেকটাই। সিঁড়ির পরিবর্তে এই এস্কেলেটর প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুণ্যার্থীদেরও উপকৃত করবে। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।
এদিকে, ব্রিটিশ আমলের ওল্ড ধাল্লি টানেলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৭১ বছর আগে নির্মিত ব্রিটিশ আমলের ওল্ড ধাল্লি টানেলের সৌন্দর্যায়নের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সময়ের পরীক্ষায় টিকে থাকা এই স্থাপত্যের বিস্ময়কে সরকার সংরক্ষণ করতে চায় এবং এটিকে পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।

