কোচবিহার, ৫ জানুয়ারি (হি. স.) : আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কোচবিহারের দিনহাটা যাওয়ার পথে কোচবিহারের মড়াপোড়া চৌপথি এলাকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ। প্রতিবাদে সেইসময় রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে পুলিশ তাঁদের আটকে দিয়েছে। তাই তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন।
জানা গিয়েছে, দিনকয়েক আগে দিনহাটায় এক বিজেপির মণ্ডল সভাপতি আক্রান্ত হন। শুক্রবার বিকেলে সেই নেতাকে দেখতে যাওয়ার কথা সুকান্ত মজুমদারের। এদিকে সুকান্ত মজুমদার ওই এলাকায় যাবেন শুনে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নেয় তৃণমূল। পালটা জমায়েত করে বিজেপি। এর ফলে দিনহাটাতে সুকান্ত মজুমদার গেলে বড় গণ্ডগোল হতে পারে। এই আশঙ্কায় পুলিশ বিজেপি নেতাকে আটকে দেয়। সুকান্ত মজুমদার বলেন, ‘আমি আক্রান্ত কর্মীর বাড়ি যাচ্ছিলাম। পথে পুলিশ আটকে দিল। যদিও ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।‘