নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।
শুক্রবার ৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।”