খেলো ইন্ডিয়া আসরে অনূর্ধ্ব ১৫ বালিকাদের ফুটবল শুরু আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। অনূর্ধ্ব ১৫ খেলো ইন্ডিয়া মহিলাদের ফুটবল লীগ ২০২৩-২৪ আগামী কাল থেকে শুরু হচ্ছে। এবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শহর সন্নিকটে উষা বাজার স্থিত সুখময় দ্বাদশ শ্রেণী স্কুল গ্রাউন্ডে। আগামীকাল সকাল ৯ টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ উপস্থিত থাকবেন। এছাড়া সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে পশ্চিম জেলার জিলা সভাধিপতি হরিদুলাল আচার্য, চেয়ারম্যান রতন ঘোষ, কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, প্রধান শিক্ষক রাজকুমার সূত্রধর প্রমুখ উপস্থিত থাকবেন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।