রাজ্যের নানা প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রা; পরিষেবা শিবির থেকে সুযোগ নিচ্ছেন মানুষ

আগরতলা,  ৫ জানুয়ারী : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর উচ্চ বিদ্যালয়ে ও উত্তর মহেশপুর পঞ্চায়েতের কাঠালিয়া কমিউনিটি হল মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম। উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি বলেন দেশের সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষকে পূর্ণ বিকশিত রাষ্ট্রে পরিণত করা। তাই তিনি সকলের প্রতি সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুস্প ভৌমিক, ভাইস -চেয়ারপার্সন বিশ্বজিৎ পাল, ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক রতন নমঃ প্রমুখ। উভয় স্থানেই আইইসি ভ্যান এবং প্রশাসনিক শিবিরের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন সুবিধা প্রদান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার তুলাশিখর ব্লকের রসরাজনগর এবং পদ্মবিল ব্লকের পূর্ব রামচন্দ্র ঘাটের আখড়া বাড়িতে বিকশিত ভারত সংকল্প যাত্রার  অনুষ্ঠান হয়। দুটি স্থানেই ছোট আকারে প্রশাসনিক শিবিরও অনুষ্ঠিত হয়। প্রশাসনিক শিবির গুলোতে গ্রামের মানুষজন স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। বন বিভাগের উদ্যোগে গ্রামের মানুষদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান দুটিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়ির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য শুনেন গ্রামের মানুষজন।

তুলাশিখর ব্লকের রসরাজনগর এবং পদ্মবিল ব্লকের পূর্ব রামচন্দ্র ঘাটের আখড়া বাড়িতে বিকশিত ভারত সংকল্প যাত্রার  অনুষ্ঠান হয়। দুটি স্থানেই  প্রশাসনিক শিবির হয়। শিবিরে শিবিরে গ্রামের মানুষজন স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এই অনুষ্ঠান দুটিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়ির মাধ্যমে বিভিন্ন প্রকল্প নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। তেমনি, ভ্যান গাড়ি থেকে প্রচারিত বিকশিত ভারত গড়া  নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন গ্রামের মানুষজন। বিকশিত ভারত সংকল্প যাত্রার  অনুষ্ঠান এদিন হয় গোমতী জেলার টেপানিয়া ব্লকের আমতলী পঞ্চায়েত এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *