কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): আজ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা। সেই ম্যাচ দিয়েই এ বারের রঞ্জি অভিযান শুরু করছে মনোজ তিওয়ারির দল বাংলা। গত মরসুমে ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এই মরসুমে যদিও সেই হারের কথা মনে রাখতে রাজি নন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিরা। নতুন উদ্যমে তারা এবার নামতে চাইছেন।
এবার বাংলা রঞ্জি দলে রয়েছে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার।এবার অভিমন্যু ঈশ্বরন এবং মুকেশ কুমার ভারতীয় দলে থাকায় খেলতে পারছেন না। চোট সারেনি শাহবাজ় আহমেদেরও। তাই এদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল গড়া হয়েছে দুই ম্যাচের জন্য। এই অবস্থায় মনোজদের ভরসা তরুণ ব্রিগেড। এবার বয়সভিত্তিক ক্রিকেটারেরা নজর কেড়ে নিয়েছেন বাংলার নির্বাচকদের। তারা জায়গা করে নিয়েছেন রঞ্জি দলে।

