নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টি (এএপি)। এই লক্ষ্যে ৩ দিনের সফরে গুজরাটে যাচ্ছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ৬-৮ জানুয়ারি গুজরাট সফরে থাকবেন কেজরিওয়াল। এই সময়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি গুজরাটে বেশ কিছু জনসভাতেও অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়ালের দল এএপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৬ থেকে ৮ জানুয়ারি তিন-দিনের সফরে গুজরাটে যাচ্ছেন। এই সফরকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজ্যে জনসমাবেশে অংশ নেবেন। তিনি কারাবন্দী দলের নেতা চৈত্র ভাসাভা এবং তাঁর পরিবারের সঙ্গেও দেখা করবেন।

