অযোধ্যা, ৪ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় শ্রীরাম মন্দিরের বৈশিষ্ট্য তুলে ধরল শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। বৃহস্পতিবার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাম মন্দিরে ৫টি মন্ডপ (হল) থাকবে – নৃত্য মন্ডপ, রং মন্ডপ, সভা মন্ডপ, প্রার্থনা এবং কীর্তন মন্ডপ। মন্দিরের ট্রাস্ট জানিয়েছে, “মন্দিরের স্তম্ভ ও দেওয়ালে দেব-দেবীদের মূর্তি শোভা পাবে। সিংহ দ্বারের মধ্য দিয়ে ৩২টি সিঁড়ি হয়ে মন্দিরে প্রবেশ করা যাবে পূর্ব দিক থেকে। মন্দিরে বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক ভক্তদের সুবিধার্থে র্যাম্প এবং লিফটের ব্যবস্থা থাকবে। পারকোটা – ৭৩২ মিটার দৈর্ঘ্য এবং ১৪ ফুট প্রস্থের আয়তক্ষেত্রাকার যৌগ প্রাচীর মন্দিরটিকে ঘিরে রয়েছে। মন্দিরের কাছে একটি ঐতিহাসিক কূপ (সীতা কুপ) রয়েছে, যা প্রাচীন যুগের।”
রামমন্দির ট্রাস্ট জানিয়েছে, ২৫ হাজার জন ধারণক্ষমতা-সহ একটি পিলগ্রিমস ফ্যাসিলিটি সেন্টার (পিএফসি) তৈরি করা হচ্ছে, এটি তীর্থযাত্রীদের চিকিৎসা সুবিধা এবং লকার সুবিধা প্রদান করবে। তিনতলা বিশিষ্ট রাম মন্দিরটি ঐতিহ্যগত নগর শৈলীতে নির্মিত এবং এর দৈর্ঘ্য (পূর্ব-পশ্চিম) ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট এবং উচ্চতা ১৬১ ফুট। মন্দিরের প্রতিটি তলা ২০ ফুট লম্বা। এতে মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা রয়েছে। মূল গর্ভগৃহে শ্রী রামলালার মূর্তি রয়েছে এবং প্রথম তলায় শ্রী রাম দরবার থাকবে।”

