প্রথম দিন কেপটাউন টেস্ট স্মরণীয় হয়ে থাকল যে যে কারণে

কেপ টাউন, ৪ জানুয়ারি (হি.স.): ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টের প্রথম দিন স্মরণীয় হয়ে থাকল নানা রেকর্ডের মধ্য দিয়ে। কোনটা ভারতের জন্য লজ্জার, আবার কোনটা দক্ষিণ আফ্রিকার জন্য। যে যে কারণের জন্য কেপটাউনের প্রথম টেস্টের প্রথম দিন স্মরণীয় –

**২০১১ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় দিন ২৩ উইকেট পড়েছিল।

**১৯০২ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিন ২৫ উইকেট পড়েছিল। সেটি হয়েছিল মেলবর্নে।

**১৫৩-প্রথম ইনিংস শেষ হল ভারতের। একই স্কোরে শেষ ৬টি উইকেট হারিয়েছে ভারত। টেস্টের ইতিহাসে প্রথম বার।

**মাত্র ১১ বলের ব্যবধানে ৬ উইকেট টেস্ট ক্রিকেটে হয়েছে বলে তথ্য নেই।যেটা ভারতের ক্ষেত্রে হল।এর আগে ২৭ বলের ব্যবধানে এই রেকর্ড আছে।

**অষ্টমবার টেস্টের একই দিনে তিনটে ইনিংস হল। পুরুষদের টেস্ট ক্রিকেটে ৭০ বছর পর এই প্রথম বার।

*দ্বিতীয় টেস্ট এ অভিষেকের একই দিনে দু-বার আউট হওয়ার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস। এর আগে ইংল্যান্ডের হ্যারি বাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেকে একদিনে দু-বার আউট হয়েছিলেন।