বিজেপির বিরুদ্ধে তোপ জসমিনের, বললেন এএপি-কে শেষ করে দিতে চায় বিজেপি

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির মুখপাত্র জসমিন শাহ। বৃহস্পতিবার জসমিন অভিযোগ করেছেন, “বিজেপি আসলে আম আদমি পার্টিকে শেষ করে দিতে চাইছে এবং লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে চাইছে।”

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জসমিন শাহ বলেছেন, “এটা স্পষ্ট যে তাঁরা (বিজেপি) আম আদমি পার্টিকে শেষ করতে চায় এবং লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে চায়…তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত। এখনও পর্যন্ত তাঁকে যে সমস্ত সমন পাঠানো হয়েছে তা বেআইনি। বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি, অভিযান চালানো হবে এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে।”