২০২৭-এর মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ভারত ২০২৭-এর মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে বলে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মুগ ও ছোলার ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই স্বনির্ভর হয়েছে, কিন্তু এখনও দেশে ডাল আমদানি করতে হচ্ছে। নতুন দিল্লিতে বৃহস্পতিবার অড়হর ডাল উৎপাদনকারী কৃষকদের নাম নথিভুক্ত করা, ডাল সংগ্রহ ও টাকা মেটানোর জন্য একটি পোর্টালের সূচনা করেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, গত ৯ বছরে নরেন্দ্র মোদী সরকার, ডালের উৎপাদন বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ২০১৩-১৪ সালে ডালের উৎপাদন ছিল ১ কোটি ৯০ লক্ষ টন, ২০২২-২৩ সালে যা বেড়ে হয়েছে ২ কোটি ৬০ লক্ষ টন। কেন্দ্রীয় সরকার নথিভুক্ত কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ডাল কিনবে বলে তিনি জানান।