দিল্লি হাইকোর্টে খারিজ আবেদন, এখনই বাংলো ফেরত পাচ্ছেন না মহুয়া

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না তৃণমূলের মহুয়া মৈত্র। সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পর সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছিল তাঁকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন মহুয়া। কিন্তু বৃহস্পতিবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল না আদালত। খারিজ করে দেওয়া হল মহুয়ার আবেদন। মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটসের কাছে আবেদন করার পরামর্শও দিল আদালত।

দিল্লি হাইকোর্ট এদিন জানাল, মহুয়া সুপ্রিম কোর্টে এখনও সাংসদ পদ ফেরত পাননি। সুতরাং তাঁর সরকারি বাংলো ফেরতের প্রশ্ন উঠছে না। বহিষ্কৃত তৃণমূল সাংসদের আবেদন খারিজ করে তাঁকে ডিরেক্টরেট অফ এস্টেটসের কাছে আবেদন করার পরামর্শও দিল দিল্লি হাই কোর্ট। একই সঙ্গে সরকারকে হাই কোর্টের পরামর্শ, এক্ষেত্রে আইন মেনেই যেন ব্যবস্থা নেওয়া হয়।

দিল্লি হাই কোর্ট এদিন মহুয়াকে মামলা প্রত্যাহার করে নেওয়ারও অনুমতি দেয়। তারপরই নিজের আবেদন প্রত্যাহার করে নেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। তিনি সংসদের হাউসিং কমিটির কাছেই আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের তরফে আগামী ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়তে বলা হয়েছে মহুয়াকে। এই নির্দেশের বিরুদ্ধেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। আবেদন করেছেন, নিদেন পক্ষে আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ অবধি তাঁকে বর্তমান বাংলোতে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই মামলায় বিশেষ স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ।