কমল কাপে তরুণ একাদশ রঞ্জিত ষ্টার দ্বিতীয় রাউন্ডে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেটের তৃতীয় দিনে আজ দুই বেলায় দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই দিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হলেও আজ থেকে দুটি করে ম্যাচের আয়োজন করেছেন উদ্যোক্তারা। সকাল ৯ টা থেকে শুরু হওয়া প্রথম ম্যাচে তরুণ একাদশ দুর্দান্ত জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে জয়রাম একাদশ ১৩২ রানের টার্গেট ছুঁড়ে দিলে তরুণ একাদশ জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে রিকি ম্যান অব দ্যা ম্যাচের স্বীকৃতি পায়। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে রঞ্জিত স্টার জয়ী হয়। এমকেপিসি প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১২৩ রান সংগ্রহ করলে জবাবে রঞ্জিত স্টার দুর্দান্ত খেলে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের শুভঙ্কর শর্মা ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, শহর দক্ষিণের আমতলীতে চমক সৃষ্টিকারী কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক উৎসাহ উদ্দিনের মধ্য দিয়েই ১লা জানুয়ারি, সোমবার থেকে শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টেও সারা রাজ্য থেকে ৬৪ টি টিম অংশগ্রহণ করেছে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬৩ টি ম্যাচ হবে। চ্যাম্পিয়ন, রানার্স সহ সেরা খেলোয়ারদের জন্য গাড়ি, প্রাইজমানি ছাড়াও প্রচুর পুরস্কার রয়েছে এই টুর্নামেন্ট ঘিরে। উদ্বোধনী ম্যাচে আনন্দনগর ক্রিকেট দল, রাধে ফাইটার্সকে পরাজিত করেছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আর আর আর মান্দাই ৬২ রানের ব্যবধানে পরাজিত করেছে টিম ব্রাদার্স কে। আগামীকাল সকাল ৯ টা থেকে প্রথম ম্যাচে ত্রিপুরেশ্বরী টিম খেলবে শাহ ব্রাদার্স- বি দলের বিরুদ্ধে এবং বেলা একটায় দ্বিতীয় ম্যাচে আমবাসা টিম খেলবে ঈশিতা ওয়েডিং প্যালেস টিমের বিরুদ্ধে।