ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। জাতীয় স্কুল সাঁতার প্রতিযোগিতা আজ, বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে। ৬৭ তম জাতীয় স্কুল গেমসের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আজ, বুধবার হলেও ত্রিপুরার সাঁতারুরা নামছে আগামীকাল। দিল্লির তালকোটরা স্টেডিয়াম কমপ্লেক্স স্থিত সুইমিংপুলে আয়োজিত এবারকার জাতীয় স্কুল সাঁতারে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ গ্রুপে প্রতিযোগিতা হবে। জাতীয় স্কুল ভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৪৪ টি টীম অংশ নিয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের সাঁতারুরা রয়েছে এই প্রতিযোগিতায়। ৯ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় ত্রিপুরা দলের সাঁতারুরা আগামীকাল পুলে নামছে। এদিকে রাজ্য দলের সাফল্যের বিষয়ে কোচ এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকর্তারা যথেষ্ট আশাবাদী।
2024-01-03