লুধিয়ানা, ৩ জানুয়ারি (হি.স.) : পঞ্জাবের লুধিয়ানায় হাইওয়ের ওপর আগুনে পুড়ে গেল একটি তেলের ট্যাঙ্কার। বুধবার দুপুরে ফ্লাইওভারের ওপর ডিভাইডারে ধাক্কা মারে ওই তেলের ট্যাঙ্কার, এরপর ওই তেলের ট্যাঙ্কারের আগুন ধরে যায়। গলগল করে আগুন ছড়িয়ে পড়ে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনার জেরে প্রভাবিত হয়েছে যানবাহন চলাচল।
খান্নার এসএসপি আমনীত কোন্ডাল বলেছেন, “আমরা দুপুর ১২.৩০ মিনিট নাগাদ খবর পাই, ফ্লাইওভারের ডিভাইডারে আঘাত করার পরে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছে। সিভিল ও পুলিশ প্রশাসনের সঙ্গে ৪-৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হয়।” খান্নার দমকল অফিসার যশপাল রাই জানিয়েছেন, ট্যাঙ্কারটি জলন্ধর থেকে মান্ডি গোবিন্দগড়ের দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ট্যাঙ্কারে জ্বালানি ছিল। সৌভাগ্যক্রমে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।