নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডা থেকে এখনই রেহাই পাবে না দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। আগামী ২৪ ঘন্টা এমনই কনকনে ঠান্ডা বজায় থাকবে। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে আগামী ২৪ ঘন্টা ঠান্ডা ও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে।
আইএমডি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা এবং ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আইএমডি আগামী দু’দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

