জাতীয় মহিলা ক্রিকেট : মিজোরাম জয় দিয়ে আজ লীগ সূচনার লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মিজোরাম। ভুবনেশ্বরের কিটস আকাদেমি মাঠে হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। ওই ম্যাচে মাঠে নামার আগে দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। প্রতিপক্ষ দল দুর্বল হলেও ওই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দে এবং রূমা দাস। দুজনই বিশ্বাস করেন, আসরের প্রথম ম্যাচে জয় পেলে পরের ম্যাচের আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে গোটা দল। তাই সেরা একাদশই মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন ত্রিপুরার কোচ। টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন মৌচৈতি দেবনাথ এবং ইন্দ্ররাণী জমাতিয়া। এরপর যথাক্রমে আসার কথা মৌটুসী দে, শিউলি চক্রবর্তী, সহ অধিনায়িকা ঋজু সাহা, অধিনায়িকা অন্নপূর্ণা দাস, দেনা হটচান্দিনী , রেশ্মা নায়েক, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায় এবং নিকিতা দেবনাথ। তবে আগামীকাল সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ত্রিপুরার দুই কোচ। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। দুপুর সাড়ে ১২ টা থেকে। কিটস আকাদেমি মাঠেই। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে অনুশীলন করেন অন্নপূর্ণা-‌রা। অনুশীলন শেষে ত্রিপুরার কোচ নারায়ন দে ভুবনেশ্বর থেকে টেলিফোনে বলেন,” আসরের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া মেয়েরা। মিজোরামের বিরুদ্ধে সেরা একাদশই মাঠে নামাবো আমরা। লক্ষ্য থাকবে ভালো ব্যবধানেই জয় তুলে নেওয়া। আশাকরি মেয়েরা হতাশ করবে না। সাফল্য পেয়েই মাঠ ছাড়বে”। ‌