নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর উপর্যুপরি সমনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল আম আদমি পার্টি (এএপি)। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, “নির্বাচনী প্রচারে যাওয়া রুখতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে চায় বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার।” প্রসঙ্গত, ইডি-র সমনে বুধবারও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ৩ জানুয়ারি তাঁকে ইডি-র দফতরে এসে দেখা করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই মর্মে গত ২২ ডিসেম্বর অরবিন্দকে সমন পাঠানো হয়েছিল। বুধবার ছিল সেই দিন। তবে সকালেই আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ জানিয়ে দেন, তিনি ইডি দফতরে আসছেন না। কেন আসছেন না, তার কারণও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এরপরই সাংবাদিক সম্মেলন করেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত, ইডি অথবা কেন্দ্র কেউই আমাদের জানায়নি যে তাঁরা কী ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালকে ডাকছেন, তিনি সাক্ষী অথবা অভিযুক্ত নন। (সমনের) সময়ের কারণেও প্রশ্ন ওঠে। যখন সমস্ত দল লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার ষড়যন্ত্র করছে, যাতে তিনি নির্বাচনের প্রচার করতে না পারেন।” সৌরভ আরও বলেছেন, “মণীশ সিসোদিয়া ১ বছর ধরে বন্দি রয়েছেন। তাঁরা মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি এবং এখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রস্তুতি চলছে। দেশের বিরোধী দলের নেতাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে অনেক মামলা উঠলেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুকুল রায়, পেমা খান্ডু, অজিত পওয়ার, হিমন্ত বিশ্ব শর্মা সকলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বিজেপি এবং তারপরে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিল।”

