শিমলা, ৩ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের সমতল ভূমিতে ঘন কুয়াশার দরুণ বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় পরিষ্কার আবহাওয়ার কারণে বায়ুমণ্ডল উষ্ণ থাকলেও সমতল ভূমিতে কুয়াশা অব্যাহত রয়েছে। হিমাচলপ্রদেশ রাজ্যের বিলাসপুর, উনা, হামিরপুর, কাংড়া ও মান্ডির সমতল অংশে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে। এসব এলাকায় ঘন কুয়াশার কারণে মানুষের সমস্যা বেড়েছে। আবহাওয়া দফতর কুয়াশা সম্পর্কে এই সমতল জেলাগুলির জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। মঙ্গলবার গভীর রাত ও বুধবার হিমাচলের এসব জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত সমতল ভূমিতে ঘন কুয়াশা থাকবে। এতে দৃশ্যমানতা কমে যাবে। ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টি বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে। শিমলায় মৌসুমের প্রথম তুষারপাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্যটকরা। হালকা রোদের কারণে শিমলা ও আশেপাশের এলাকার আবহাওয়া মনোরম থাকবে। তবে রাতে প্রচণ্ড ঠাণ্ডার মুখে পড়ছেন হিমাচলের মানুষ। বুধবার শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, লাহৌল-স্পিতি জেলার কুকুমসেরি ছিল শীতলতম স্থান। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৯.১ ডিগ্রি সেলসিয়াস। লাহৌল-স্পিতির সামধোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৭.১ ডিগ্রি, কিন্নরের কাল্পায় -২.৪ ডিগ্রি, রেকং পিওতে ০.২, ভুন্তারে ০.৫, মান্ডিতে ১.২, সোলানে ১.৪, সারাহান এবং সুন্দর নগরে ১.৫, চামবাতে ২.৯ ডিগ্রি, কুফরিতে ৩.১, ডালহৌসিতে ৪.৩, উনায় ৫ এবং ধর্মশালায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

