দ্বিতীয় টেস্টের আগে এক নজরে দেখে নিন কিছু প্রয়োজনীয় তথ্য

কেপটাউন, ৩ জানুয়ারি (হি.স.): আজ কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই মাঠের পিচ ব্যাটিং সহায়ক। তাহলেও এই মাঠের উইকেট পেসাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। তাই বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। আর টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। উইকেট পেস সহায়ক হওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে রান হয়ে থাকে। সেক্ষেত্রে বিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে তাড়াতাড়ি অলআউট করে দেওয়া যায়।

কি বলছে ওয়েদার রিপোর্ট:

এই ম্যাচের সময় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে এ দিন আদ্রতা থাকবে ৬৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। এর পাশাপাশি ম্যাচের সময় ২৭ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত।

দুই দলের সম্ভাব্য একাদশ:

দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, টনি দে জর্জি, জেরাল্ড কোয়েটজি, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,জয়সওয়াল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, আবেশ খান,মুকেশ কুমার