ইমফল, ৩ জানুয়ারি (হি.স.) : আজ বুধবার ভোরাত ১-টা ৩৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে মণিপুর উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.০ ধরা পড়েছে। এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ ভোররাতে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের উখরুল জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ২৪.৭৫ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩১ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ ডিসেম্বর সকালে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপেছে অসমের বিশ্বনাথ জেলা। এর আগে গত ৭ ডিসেম্বর ভোর ৫:৪২ মিনিটে অসমের রাজধানী গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলেও ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছিল।