একই রাতে তিনটি গবাদি পশু চুরি

আগরতলা, ২ জানুয়ারি: রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। গবাদি পশু পালকরা রীতিমতো দিশেহারা হয়ে পড়তে শুরু করেছেন। অনেকেই কৃষি কাজের পাশাপাশি গবাদি পশু পালন করে জীবন জীবিকা নির্বাহ করতেন।

গরু চোরের তাণ্ডবে তাদের জীবন জীবিকা দুর্বিসহ হয়ে উঠেছে। সীমান্তে বিএসএফের নজরদারির অভাবেই সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশী গরু চোরের দল এই চুরির ঘটনা চন্ডিপুর ব্লক এলাকার ছনতৈল পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের এক বাড়িতে সোমবার গভীর রাতে ৩টি গবাদি পশু চুরি হয়েছে।

জানা যায় যে ওই এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রতিদিনের মতো গতকালও মনোরঞ্জন দাস উনার তিনটি গরু ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। আজ সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে উনার তিনটি গরু নেই।

চোরের দল গতকাল গভীর রাতে উনার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। আজ সকালবেলা কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।