আগরতলা, ২ জানুয়ারি : সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। মামা শ্বশুরের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়লো ভাগ্নে বধূ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কৈলাশহর ভগবাননগর ডলুছড়া ৪ নং ওয়ার্ড এলাকায় সম্পর্কে মামাশ্বশুরের সাথে প্রণয়ের সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৈলাশহর ভগবাননগর ডলুছড়া ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারের সাথে ওই একই এলাকার বাসিন্দা সম্পর্কে মামাশ্বশুর উত্তম সরকার নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিসি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, যে উত্তম সরকার এর আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরা হয়েছে। আজ সকাল থেকেই রুবি মালাকারের স্বামী অপু মালাকার উক্ত বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। অভিযোগ আজ সন্ধ্যাবেলা অপু মালাকার তার স্ত্রীর রুপি মালাকার ও উত্তম সরকারকে আপত্তিকর অবস্থারয় দেখতে পায়।অপু মালাকারঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযোগ উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বেধড়কভাবে মারপিট চালায় অপু মালাকারকে।যার ফলে অপু মালাকার গুরুতরভাবে আহত হয়। তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় ।
ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীকালে অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা। তারপর খবর পাঠানো হয় কৈলাশহর মহিলা থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ ।গিয়ে রুবি মালাকার ও উত্তম সরকারের এক বন্ধুকে ঘটনাস্থল থেকে আটক করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসে। বর্তমানে অপু মালাকারের স্ত্রী রুবি মালাকার ও উত্তম সরকারের বন্ধু কৈলাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

