রামবানে পাহাড় থেকে গড়িয়ে এল পাথর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ জন

জম্মু, ২ জানুয়ারি (হি.স.): “রাখে হরি তো মারে কে” – এই প্রবাদ আবারও সত্য প্রমাণিত হল। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় পাহাড় থেকে গড়িয়ে এল বেশ কয়েকটি পাথর, সেই সময় সেখান থেকেই যাচ্ছিল একটি গাড়ি, পাথরের আঘাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে থাকা ৩ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। প্রাণে বেঁচে যাওয়ার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি গাড়ি হাল্লা দণ্ডরাথ গ্রাম থেকে রামবান যাচ্ছিল, সেই সময় পাহাড় থেকে গড়িয়ে আসে ভারী পাথর। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন, তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।