বিহারের বেগুসরাইয়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন সকলে

বেগুসরাই, ২ জানুয়ারি (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় আগুন পুড়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও দম্পতির দুই সন্তানের। বেগুসরাই জেলার বছওয়াড়া থানার অন্তর্গত আরওয়া পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। সোমবার মধ্যরাতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান একই পরিবারের ৪ জন সদস্য।

আরওয়া পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। শর্টসার্কিটের কারণে বাড়িতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি একই পরিবারের ৪ জন সদস্যকে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।