১৭টি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ৮টি সামাজিক সংগঠনের

আগরতলা, ২ জানুয়ারি: দীর্ঘদিন যাবৎ উদয়পুর কিল্লাস্থিত রাইয়াবাড়িতে ১৭ টি সংখ্যালঘু পরিবারের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারগুলোর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সরব হয়েছে ৮টি সামাজিক সংগঠন। আজ সংগঠনের তরফ থেকে পুলিশের মহা নির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে।

সংগঠনের জনৈক ব্যক্তির অভিযোগ ,গত বছরের মে মাস থেকে রাইয়াবাড়িতে ১৭ টি সংখ্যালঘু পরিবারের উপর দফায় দফায় আক্রমণ সংঘটিত হয়েছে। বাড়ি ঘরে অগ্নিসংযোগ, রাবার বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি করে দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীদের আক্রমনে মহিলা সহ বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন। এই পরিস্থিতিতে রাইয়াবাড়ির সংখ্যালঘু পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তার অভাবে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে।

আরও অভিযোগ, সংখ্যালঘু পরিবার গুলোকে তাদের বাড়ি ঘর ও জমি থেকে বলপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যেই দফায় দফায় এই আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে পুলিশের মহা নির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *