অসম : ২০২৪-২৫ অৰ্থবৰ্ষের বাজেটের দ্বিতীয় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : অসমের ২০২৪-২৫ অৰ্থবৰ্ষের বাজেটের দ্বিতীয় প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে লিখেছেন, আজ (মঙ্গলবার) তাঁর পৌরোহিত্যে ২০২৪-২৫ অৰ্থবৰ্ষের জন্য যে বাজেট প্রস্তুত করা হচ্ছে তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় প্রস্তুতি বৈঠকে ১৬টি বিভাগের বাজেট-প্রস্তাবগুলি তিনি পর্যালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি বাজেট প্রদান করা যা প্রবৃদ্ধি ভিত্তিক, মূলধন নিবিড় এবং সম্পদের সর্বোত্তম বরাদ্দ সহ বাস্তবসম্মত হবে।’

প্ৰসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। আসন্ন অধিবেশনে বহুবিবাহ ইস্যুতে বিশেষ অবলোকন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *