নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কনকনে শীতে কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। দিল্লির পাশাপাশি, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মরুরাজ্যে এখন জমজমাট ঠান্ডা।
এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। ঘন কুয়াশার কারণে ২৬টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে – ভোপাল- নিজামউদ্দিন, ভুবনেশ্বর-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস প্রভৃতি।

