জম্মু, ২ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১.৩৩ মিনিটে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৯। ভূগর্ভে এই কম্পনের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
এর আগে সোমবার রাতে লাদাখেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬।

