নয়াদিল্লি, ৩১ডিসেম্বর (হি.স.) : “মন কি বাত”-এর ১০৮-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার তাঁর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০৮ তম পর্বে দেশবাসীকে নতুন বছরের শুভকামনা জানিয়েছেন।
শুভকামনা জানিয়ে তিনি বলেন, একটি জপমালার ১০৮টি পুঁতির মতো এই পর্বটিও তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত আত্মবিশ্বাসে ভরপুর। এটি উন্নত ভারতের চেতনায় পরিপূর্ণ। ভারতে আত্মনির্ভরশীলতার অনুভূতি আছে। ২০২৪ সালেও আমাদের একই চেতনা ও গতি বজায় রাখতে হবে। ‘মন কি বাত’-এ তিনি যে বার্তা পেয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান। গত বছরে দেশের খেলোয়াড় ও শিল্পীদের সাফল্যের কথাও তিনি এদিন উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের সম্ভাবনা অত্যন্ত চিত্তাকর্ষক এবং আমাদের এঁদের থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে। ভারতে যে ‘ইনোভেশন হাব’ তৈরি হচ্ছে তা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা থামছি না।

