মহারাষ্ট্রের রায়গড়ে বাস উল্টে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ৫৫ জন

রায়গড়, ৩০ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রায়গড় জেলায় মানগাঁও থানার অন্তর্গত তামহানি ঘাট এলাকায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ ঘার্গে বলেছেন, শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ রায়গড় জেলায় মানগাঁও থানার অন্তর্গত তামহানি ঘাট এলাকায় একটি ট্রাভেল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের ও কমপক্ষে ৫৫ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।