গ্রন্থাগারে পাঠকদের সংখ্যা বাড়াতে প্রয়োজনে প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর: গ্রন্থাগারে পাঠকদের সংখ্যা বাড়াতে প্রয়োজনে প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে। আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে স্টেট লাইব্রেরি প্ল্যানিং কমিটির সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। 

এদিন তিনি বলেন, মুল্যবোধের বিকাশে যারা বই পড়তে ভালবাসেন তাদের গ্রন্থাগারমুখী করে তোলার উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজন গ্রন্থাগারে পাঠকদের পছন্দের ও প্রয়োজনীয় বই রাখা।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, গ্রন্থাগারে বই কেনার ক্ষেত্রে পাঠকদের চাহিদা ও প্রয়োজনীয়তাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এতে বেশী সংখ্যায় সাধারণ পাঠকরাও গ্রন্থাগারমুখী হতে উৎসাহিত হবেন। পাঠকদের গ্রন্থাগারমুখী করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় যেসব এলইডি স্ক্রিনগুলি বিভিন্ন জায়গায় চালু রয়েছে সেগুলির মাধ্যমে গ্রন্থাগারগুলির বিভিন্ন উদ্যোগসমূহ তুলে ধরার উপরও সভায় মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। 

সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সরকার ডিজিটাইজেশনের উদ্যোগ হিসেবে রাজ্যে ই-আফিস, ই-ক্যাবিনেট, ই-বিধানসভা চালু করেছে। রাজ্যের গ্রন্থাগারগুলিতেও সদস্য সংখ্যা বাড়াতে অনলাইনে সদস্যপদ গ্রহণের ব্যবস্থা চালু করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের পরামর্শ দেন। 

গ্রন্থাগারের পুরোনো বইগুলির রক্ষনাবেক্ষণে আধুনিক পদ্ধতি গ্রহণের উপরও সভায় মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। সভায় মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর বি ভি শর্মা, বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির হেড লাইব্রেরিয়ান দিলীপ কুমার দাস সহ কমিটির সদস্য সদস্যাগন আলোচনায় আংশ নেন।