ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩০ ডিসেম্বর।। ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রত্যেকের চোখে মুখে অকৃত্রিম খুশির জোয়ার। জয়-পরাজয়, চ্যাম্পিয়ন-রানার্স, প্রথম-দ্বিতীয় মাঠে যেন কোন ফ্যাক্টর-ই নয়। প্রথমবারের মতো আয়োজিত “খেলো ত্রিপুরা প্যারা গেমস” দুর্দান্তভাবে শেষ হয়েছে। নিছক চারটি শব্দের মধ্যে গণ্ডি টানতে পারেনি। স্পোর্টস এন্ড গেমস এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কর্মসূচি – সব মিলে খেলো ত্রিপুরা প্যারা গেমসের সামগ্রিক আয়োজন সত্যিই যেন অন্য বার্তা বয়ে এনেছে। শারীরিকভাবে বিশেষ সক্ষম ছেলে-মেয়ে, পুরুষ-মহিলাদের নিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে নয়টি ইভেন্টের প্রতিযোগিতা। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৪ জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নিয়েছে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে আয়োজিত এই খেলো ত্রিপুরা প্যারা গেমস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। আজ, শনিবার বিকেলে প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর মধ্য দিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস এবারের মত সম্পন্ন হলো।
2023-12-30

