নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : মাত্র ২০ মাসের রেকর্ড সময়ের মধ্যে অযোধ্যা বিমানবন্দর সম্পূর্ণ করা হয়েছে, শনিবার একথা জানান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই ) চেয়ারম্যান সঞ্জীব কুমার। তিনি বলেন, এএআই বিমানবন্দর নির্মাণের কাজ হাতে নিয়েছিল। গত বছরের এপ্রিলে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিমান সংযোগ উন্নত করার পরিকল্পনা করা হয়েছিল।
উত্তর প্রদেশ সরকারের দেওয়া জমিতেই ৮২১ একর এলাকা জুড়ে অযোধ্যা বিমানবন্দর তৈরী করা হয়েছে। চেয়ারম্যান সঞ্জীব কুমার অযোধ্যার জন্য বিমান সংযোগের তাৎপর্যের কথা উল্লেখ করে বিমানবন্দর দ্রুত সমাপ্তিতে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনার কথাও তিনি এদিন তুলে ধরেন। রাম মন্দির এবং অন্যান্য আশেপাশের ধর্মীয় স্থান যেমন রাম কি পাউরি, হনুমানগৰ্হি, নাগেশ্বর নাথ মন্দির, বিড়লা মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীদের আগমনের জন্য ডিজাইন করা হয়েছে। বিমানবন্দরটি তীর্থযাত্রার পর্যটনকে উৎসাহিত করবে এবং সারাবছর ধরে ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

