রিষড়ায় বিজেপি কর্মীর উপর হামলা

হুগলি, ৩০ ডিসেম্বর (হি.স.) : হুগলি জেলার রিষড়ায় এলাহাবাদ ব্যাঙ্কের শাখায় হামলা চালায় কয়েকজন যুবক। শনিবার এই হামলায় মাথায় গুরুতর চোট পান এক বিজেপি কর্মী।

রিষড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং ঝা জানিয়েছেন, আহত বিজেপি কর্মীর নাম প্রতীক সিং। তিনি বিজেপির সক্রিয় কর্মী। শনিবার সকালে তিনি এলাহাবাদ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক রড নিয়ে তার ওপর হামলা চালায়। প্রতীক সিং গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কাউন্সিলর জানান, এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগও করা হবে। আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ থেকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন শশী সিং ঝা ।