নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন বিশ্বকাপজয়ী তারকা মেসি

মায়ামি, ২৯ ডিসেম্বর(হি.স.): আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। নতুন মরসুমে মাঠে নামার আগে নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন। গত দুই দশকের ক্যারিয়ারে তাকে যে রূপে দেখা যায়নি এবার সে রূপেই দেখবে ফুটবল বিশ্ব।

৩৬ বছর বয়সী এই মহাতারকা এবার নজর দিয়েছেন শরীর গঠনে। জিমনেশিয়ামে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে ঘাম ঝরাচ্ছেন অ্যাবস আর বাইসেপস তৈরিতে। নিজের ইনস্টগ্রামে খালি গায়ে তার ওয়ার্ক আউটে উন্নতির একটি ছবিও তিনি প্রকাশ করেছেন।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তার শরীরের প্রতি এমন মনোযোগ সমর্থকদের মনে একটা আশার সঞ্চার করেছে। ২০২৬ বিশ্বকাপের জন্য এই মহাতারকা হয়তো নিজেকে তৈরি করছেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *