মৃত্যুবার্ষিকীতে ফুটবলের রাজাকে স্মরণ গোটা বিশ্বের

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): ফুটবলের রাজা সম্রাট পেলের চলে যাওয়ার এক বছর আজ। আজকের দিনে সারা বিশ্বের ফুটবল প্রেমিকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছিলেন অমৃতালোকে। তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর আজকের দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি। গত বছরের ২৯ ডিসেম্বর হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবার থেকে মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছিল, আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সীমাহীন ভালোবাসা থাকছে তোমার জন্য। শান্তিতে ঘুমান। সত্যিই তিনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন ফুটবল প্রেমিকের ভালোবাসা পেয়ে। আজকের দিনেটাতে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।