আগরতলা, ২৯ ডিসেম্বর : কৃষিজ উৎপাদনে গোটা ত্রিপুরাকে পথ দেখিয়ে চলেছেন রাজ্যের কৃষকরা। আজ সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে কৃতি কৃষক হিসেবে সম্মানিত অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন প্রধানমন্ত্রী কৃষি সিনচাই যোজনায় নির্বাচিত ১২০ জন কৃষককে সম্মানিত করা হয়েছে।
এদিন তিনি বলেন, খাদ্যে স্বয়মভর সেপাহীজলা জেলায় নথিভূক্ত মোট ৭৯ হাজার ৮৪৬ জন কৃষক তাদের কৃষিজ উৎপাদনে গোটা রাজ্যকে পথ দেখিয়ে চলেছেন। তাছাড়া, আজকের ওই অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে ৬৬ টি পাম্প সেট বিতরণ করা হয়েছে।
এদিন তিনি আশা ব্যক্ত করেন, কৃষিজ অগ্রগতিতে সেপাহীজলা জেলা রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশেই একদিন মশাল শিখা ছড়িয়ে দিতে সক্ষম হবে।

